বিদায় নিয়েছে শীতের কুয়াশা। বাতাসে পাতা ঝরার শব্দ ডালে ডালে কচিপাতার উঁকিঝুকি। কোকিলের ডাকে বসন্ত আবাহন। পলাশের রঙে তারুণ্যের উচ্ছ্বাসে একাকার- পহেলা ফাল্গুন। নাচে, গানে, বাসন্তী-বসনে বরণ ঋতুরাজ বসন্তকে। বসন্তের ডাকে সাড়া দিতেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার...