রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে জাল পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট তৈরির সরঞ্জামসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যা ব।
সোমবার সকালে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) পক্ষ থেকে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যা ব-১০ ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট উদ্ধার করা হয়েছে।