আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় জামিনের বিষয়ে শুনানি মঙ্গলবার হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
সোমবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
নিরাপদ সড়কের দাবিতে করা আন্দোলনের সময় গত ৫ আগস্ট উস্কানিমূলক মিথ্যা প্রচারের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করা হয় শহিদুল আলমকে।
এদিকে, আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে লেখক, স্থপতি, ভাস্করসহ ব্রিটিশ শিল্পাঙ্গনের ৪৯ জন ব্যক্তিত্ব এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। বাংলাদেশ নিজেকে গণতান্ত্রিক বলে পরিচয় দিলেও শহিদুল আলমের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে যুক্তরাজ্যে সংসদে বাংলাদেশি বংশোম্ভূত তিন এমপি রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ সিদ্দিকী শহিদুলের দ্রুত মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছিলেন।