নিরাপদ সড়ক আন্দোলনের বিভিন্ন মামলায় আটক ২৫ শিক্ষার্থীকে জামিন দিয়েছে ঢাকার মূখ্য মহানগর হাকিম- সিএমএম আদালত।
রোববার দুপুরে ২৫ শিক্ষার্থীর জামিনের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করে।
রাজধানীর বাড্ডা থানার মামলায় ১০ জন, ভাটারা থানার মামলায় ৮ জন ও ধানমন্ডি থানার মামলায় ৬ জন শিক্ষার্থী জামিন পেয়েছেন।
বাড্ডার মামলায় জামিন পাওয়া ১০ শিক্ষার্থী হলেন রেদোয়ান আহমেদ, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এ এইচ এম খালিদ রেজা, তারিকুল ইসলাম, নূর মোহাম্মাদ, জাহিদুল হক ও হাসান। আর ভাটারা থানার মামলায় জামিন পেয়েছেন আজিজুল করিম, মাসাদ মরতুজা বিন আহাদ, ফয়েজ আহম্মেদ আদনান, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার ও সাখাওয়াত হোসেন। ধানমন্ডির মামলায় জামিন পাওয়া নয় শিক্ষার্থী হলেন সোহাদ খান, মাসরিকুল আলম, তমাল সামাদ, ওমর সিয়াম, মাহমুদুর রহমান, মাহবুবুর রহমান, ইকবাল হাসান, মিনহাজ রহমান ও নাইমুর রহমান।
ভাঙচুর ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে এসব শিক্ষার্থী আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
নিরাপদ সড়ক আন্দোলনের সময় ভাঙচুর, উস্কানি ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের মধ্যে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থী রয়েছেন।
কাল সোমবারও কয়েক শিক্ষার্থীর জামিনের শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হলে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গড়ে ওঠে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন।